রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ২১:৫৮

মতলবের আলোচিত বালুখেকো কাজী মতিন আটক

গোলাম মোস্তফা
মতলবের আলোচিত বালুখেকো কাজী মতিন আটক

চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের অন্যতম হোতা ও নানা কারণে আলোচিত কাজী মতিন (৪০) কে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকার মসজিদ সম্মুখের সড়ক থেকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) জুয়েল রেজা তাকে গ্রেপ্তার করেন। কাজী মতিন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের কাজী আবুল হোসেনের ছেলে। তার বড়োভাই মোহনপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান। যাঁর বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে বেশ ক'টি হত্যা মামলা রয়েছে। জানা যায়, শহরের চেয়ারম্যান ঘাট মসজিদের সম্মুখের সড়ক থেকে সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) জুয়েল রেজার নেতৃত্বে একটি ফোর্স তাকে গ্রেপ্তার করে ডিবি অফিস নিয়ে যান। পরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে নিয়ে গেলে তিনি জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কাজী মতিন জিআর-১৪১/২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এছাড়া তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। কাজী মিজানুর রহমান ও কাজী মতিন চাঁদপুরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের মূল হোতা। বিভিন্ন সময়ে কোস্টগার্ড ও নৌ পুলিশ নদীতে অবৈধ ড্রেজার ও শ্রমিক আটক করলেও মূল হোতারা থাকেন ধরাছোঁয়ার বাইরে। পরে আটককৃতদের ছাড়িয়ে নিতে নৌ থানাসহ বিভিন্ন স্থানে তদবির করেন কাজী মতিন। কাজী মতিনকে গ্রেপ্তারের পর জেলা বিএনপির এক সিনিয়র নেতা তাকে ছাড়িয়ে নিতে ও সংবাদপত্রে নিউজ না করার জন্যে তোড়জোড় করেন। কাজী মতিন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মতলবের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এলাকা সূত্রে জানা যায়, কাজী মতিন সকল কাজের মূল মাস্টার মাইন্ড। এদিকে কাজী মতিনকে আটকের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে বলে এলাকাবাসী জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়