প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:২০
ভোক্তা অধিদপ্তরের অভিযানে ঢাকা কনফেকশনারীকে জরিমানা
বিশেষ টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ঢাকা কনফেকশনারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) চাঁদপুর শহরের হাজী মহসিন রোডে অবস্থিত ঢাকা কনফেকশনারিতে এ অভিযান পরিচালিত হয়।
মেয়াদোত্তীর্ণ রং ও জেলি ব্যবহার করে কেক তৈরি, পশমযুক্ত হাতের কবজি অবধি ঢুকিয়ে ড্রাই কেকের খামির তৈরি, অস্বাস্থ্যকর ফ্লোর, কর্মীদের হাতে গ্লাভস ও মাথায় ক্যাপ না থাকা, তৈরিকৃত কেকের আলমারিতে পিঁপড়া মারার পাউডার ছিটানো এবং তা কেকের সাথে লেগে থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক এই জরিমানা করা হয়েছে। চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
বিশেষ টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান।