বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮

রায় জাল করে জমি আত্মসাতের চেষ্টা, আদালতে প্রতারণার মামলা

স্টাফ রিপোর্টার
রায় জাল করে জমি আত্মসাতের চেষ্টা, আদালতে প্রতারণার মামলা
প্রতারক শাহআলম মজুমদার নান্নু ও মজিবুর রহমান লাভু ডাক্তার।

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট এলাকায় আদালতের রায় জাল করে জমি আত্মসাৎ করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে চাঁদপুর সদর আমলী আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩-এর ৪ ও ৫ ধারা তৎসহ ৫০৬ (২) মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, বাবুরহাট-মতলব পেন্নাই সড়কের পাশে মজুমদার বাড়ির জমি নিয়ে ভুয়া রায় দিয়ে জমি আত্মসাতের চেষ্টা করেন ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক শাহআলম মজুমদার নান্নু, তার বোন পারভীন বেগম, মজিবুর রহমান লাভু ডাক্তার ও তার স্ত্রী কুহিনুর বেগম।

ঘটনার বিবরণে জানা যায়, শাহআলম মজুমদার নান্নু নিজ বাড়ির জেঠাতো ভাইদের সম্পত্তি আত্মসাতের জন্যে দেঃ মোঃ ২০১/২০২০খ্রিঃ নং মোকাদ্দমার বিগত ২৩/১১/২০২০ খ্রিঃ তারিখের দায়েরকৃত এবং বিগত ৩১/০১/২০২৩ খ্রিঃ তারিখের একতরফা রায়ের বিবরণ উল্লেখ করেন। উক্ত মামলায় রায়ের বিরুদ্ধে কোনো প্রকার আপিল দায়ের হয়নি মর্মে সার্সিং দরখাস্ত সম্পূর্ণ জাল তৈরি করে উক্ত মোকদ্দমার সহিমুহুরী নকলের ফটোকপি দিয়ে মামলায় উল্লেখিত আসামীগণের যোগসাজশে চাঁদপুর সদর উপজেলা অফিসকে মিথ্যা তথ্য দিয়ে নামজারি জমা খারিজ খতিয়ান সৃজন করেন।

উল্লেখিত জাল জালিয়াতির বিষয়ে মামলার বাদী মো. শাহপরান মজুমদার জানান, মামলার আসামী মজিবুর রহমান লাভু আমাদের সম্পত্তি তারা মামলার মাধ্যমে রায় পেয়ে মালিক হয়েছেন মর্মে দখল করতে গেলে আমরা অবগত হই। তখন এই মামলা সম্পর্কে আদালতে খোঁজ খবর নেই। পরবর্তীতে আমরা জানতে পারি, মামলাটি সম্পূর্ণ জাল ও ভূমি অফিসকে মিথ্যা তথ্য দিয়ে খারিজ করা হয়েছে । চাঁদপুরের সহকারী কমিশনার (ভূমি) উক্ত মামলার রায় জালসহ সকল তথ্য মিথ্যা উপস্থাপন করে নামজারি করেন মর্মে রিপোর্ট প্রদান করেন ও তাদের নামজারি বাতিল করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়