সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ২১:১৭

মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক

গোলাম মোস্তফা
মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার তত্ত্বাবধানে পুলিশ অভিযান চালিয়ে দুবছরের সাজাপ্রাপ্ত আসামী আটক করেছে। জানা যায়, এসআই মোঃ আব্দুল আলীমের নেতৃত্বে বৃহস্পতিবার অভিযান চালানো হয়। এ সময় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী আঃ বারেক হাওলাদার (পিতা- রমিজ হাওলাদার, সাং উত্তর শ্রীরামদী, নিশিবিল্ডিং টিলাবাড়ি, চাঁদপুর)কে আটক করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আটককৃত বারেক হাওলাদার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। তার বিরুদ্ধে বেশ ক'টি মাদক মামলা রয়েছে। সে পূর্বেও বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয়ে জেল হাজতে গেছে। দুটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী হয়ে বারেক হাওলাদার বেশ কিছু দিন যাবত পলাতক ছিলো। অবশেষে মডেল থানা পুলিশ তাকে আটকের জন্যে জাল পাতে, সে জালে সে জাটকা পড়ে। উল্লেখ্য, এসআই আবদুল আলীম জেলার ৮টি থানার মধ্যে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী সবচেয়ে বেশি গ্রেফতার করে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেন। এ বিষয়ে এসআই আলীম জানান, হত্যা, মাদক, ধর্ষণ ও নারী নির্যাতন মামলার সবচেয়ে বেশি আসামী আটকে আমার চেষ্টা অব্যাহত রয়েছে এবং থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়