শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১১:৪৫

পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

স্টাফ রিপোর্টার
পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

চাঁদপুর জেলা পুলিশ ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ জন আসামী এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে। ১০ নভেম্বর ২০২৪ রোববার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম-এর সার্বিক দিকনিদের্শনায় অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর-এর তত্ত্বাবধানে থানায় কর্মরত এসআই (নিঃ) একেএম ইউনুছ মিয়া সংগীয় ফোর্সসহ কুমিল্লা-এর কোতয়ালী মডেল থানার এফআইআর নং-১১২/১২২৩, তারিখ-২৬ অক্টোবর- এর জিআর সাজা গ্রেফতারি পরোয়ানামূলে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাফেজ মোঃ নুর আলম (৩৫), পিতা-মকবুল মীর, গ্রাম-পশ্চিম সুজাতপুর (মীর বাড়ি, উপজেলা/থানা- মতলব উত্তর, জেলা –চাঁদপুরকে গ্রেফতার করেন।

একইদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চাঁদপুর সদর মডেল থানাধীন পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ জনৈক তপন পালের জ্যোতি ভিলার সামনে খোলা জায়গার উপর হতে ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামী অভি চন্দ্র দে (৩০)-এর দেহ তল্লাশি কালে মোট বিশ পিচ ইয়াবা ট্যাবলেট (আনুমানিক অবৈধ বাজার মূল্য ছয় হাজার টাকা) পেয়ে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে : অভি চন্দ্র দে (৩০), পিতা-মৃত অনিল চন্দ্র দে, মাতা-ঝর্ণা রাণী দে, সাং-শিলন্দিয়া (মাল বাড়ি), ১৪নং ওয়ার্ড, মৈশাদী ইউনিয়ন ও শান্ত গাজী প্রকাশ পকু (২৫), পিতা : মোস্তফা গাজী, মাতা-পেয়ারা বেগম, সাং খলিশাডলী, ১৩নং ওয়ার্ড, উভয় থানা-সদর, জেলা-চাঁদপুর।

আটককৃত আসামীদের যথাযথ আইনী প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়