বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ২০:২০

নয় চুরির মামলার আসামী 'তেল আরিফ' মডেল থানা পুলিশের কব্জায়

গোলাম মোস্তফা
নয় চুরির মামলার আসামী 'তেল আরিফ' মডেল থানা পুলিশের কব্জায়

চাঁদপুর সদর মডেল থানা ও রেলওয়ে থানা এলাকায় বহু চুরির হোতা, এজাহারভুক্ত ৯টি চুরি মামলার আসামী 'তেল আরিফ' বর্তমানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কব্জায়।

জানা যায়, ৩ নভেম্বর সোমবার সকালে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার নির্দেশে উপ-পরিদর্শক আব্দুল আলিম চাঁদপুর শহরের কাঁচ্চা কলোনীতে স্থানীয় জনগণের সহায়তায় এই এলাকার সফিক গাজীর ছেলে চিহ্নিত চোর আরিফ গাজী (প্রকাশ 'তেল আরিফ' (২৮)কে আটক করতে সক্ষম হয়।

আটক আরিফের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ৮টি ও চাঁদপুর রেলওয়ে থানায় ১টিসহ মোট ৯টি চুরির মামলা রয়েছে বলে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া জানান। মামলাগুলো হচ্ছে : চাঁদপুর সদর মডেল থানায় ২০১৯ সালের ২৪ ডিসেম্বর তারিখে এফআইআর নং ২৯/৬৯২, ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে এফআইআর নং ১৫, ২ ডিসেম্বর ২০২০ তারিখে এফআইআর নং ৫/৪৬১, ২৮ নভেম্বর ২০২১ তারিখে এফআইআর নং ৫২/৬১২, ১ আগস্ট ২০২২ তারিখে এফআইআর নং ৬/৪৯২, ৩০ মে ২০২১ তারিখে এফআইআর নং ৬০/৩৬০, ২১ জানুয়ারি ২০২৪ তারিখে এফআইআর নং ৩৭, চাঁদপুর রেলওয়ে থানায় ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে এফআইআর নং-১ এবং চাঁদপুর সদর মডেল থানায় ১৭ জুলাই ২০১৯ তারিখে এফআইআর নং ৩৫/ ৪১৫।

এদিকে কুখ্যাত চোর 'তেল আরিফ' শহরের বিভিন্ন বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানে চুরির ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে বলে জানান অনেক ভুক্তভোগী। তাকে আটকের জন্যে বহুবার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যর্থ হয়। অবশেষে মডেল থানা পুলিশের নানামুখী তৎপরতায় পুলিশের পাতানো জালে জড়িয়ে পড়েন তেল আরিফ। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের হাতে আরিফ আটক হওয়ায় স্বস্তিতে শহরবাসী।

এ বিষয়ে মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল আলিম বলেন, আটক তেল আরিফকে সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ মামলাগুলোর বিষয়ে তথ্য পেতে তাকে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহার মিয়া বলেন, চাঁদপুর শহরকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সে আলোকে সকল ধরনের অপরাধ ও অপরাধীদের বিষয়ে সার্বক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়