মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৭:২৭

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জে টিকটকে আসক্ত আসমা আক্তার (২০) নামে এক গৃৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের রাঢ়ি বাড়ি থেকে রোববার (২ নভেম্বর) সকালে তার স্বামীর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাড়ির মালোয়েশিয়া প্রবাসী মাসুমের স্ত্রী ও আয়ান (১) বছর নামে এক সন্তানের জননী।

সরেজমিনে জানা যায়, গত ২ বছর পূর্বে মাসুমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আসমার। বিয়ের পর পরই স্বামী প্রবাসে পাড়ি জমায়। আসমা তার শ্বশুর ও শাশুড়ি ও দুই দেবর সহ একসাথেই থাকতেন।

আসমার শাশুড়ি মাছুমা বেগম জানান, প্রতিদিনের ন্যায় আসমাসহ পরিবারের অন্যরা শনিবার (২ নভেম্বর) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোররাতে আসমার শ্বশুর (আমার স্বামী) হানিফ রাঢ়ি বাথরুমে যাওয়ার জন্যে ঘর থেকে বের হলে ঘরের পাশের আম গাছের সাথে আসমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে আসমাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নামিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আসমার দেবর সাইমুন বলেন, ভাবী পরকীয়ায় জড়িয়ে পড়েছে বলে সন্দেহে পরিবারে অশান্তি দেখা দেয়। তাকে নিবৃত্ত করার চেষ্টার অংশ হিসেবে তার মুঠোফোন ভেঙ্গে ফেলি। কিন্তু এ নিয়ে কোনো ঝগড়া হয়নি। কেন এই ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার এসআই ইসমাইল জানান, সংবাদ পেয়ে তারা আসমার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর প্রেরণ করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়