প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১৮:১২
মতলব উত্তরে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক আটক
মতলব উত্তরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। শুক্রবার ভোররাতে ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী ইয়াসিন বাগ আটক হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামের শাহ আলম বাগের ছেলে ইয়াসিন বাগ তার স্ত্রী ফেরদৌসি বেগমকে শুক্রবার রাতে হত্যা করে মেঘনা- ধনাগোধা নদীর চরমাছুয়া এলাকায় ফেলে দেয়। পরে সকাল ৭ টার দিকে এক পথচারী লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে তারা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে।
এদিকে নিহত ফেরদৌসী বেগমের বড়ো বোন মনোয়ারা বেগম জানান, শুক্রবার ভোর ৫ টার দিকে ইয়াসিন ফোন দিয়ে বলেন, আপনার বোনকে পাওয়া যাচ্ছে না। পরে মনোয়ারা ও তার আত্মীয় স্বজনরা বোনের বাড়িতে গেলে ঘর তালাবদ্ধ দেখতে পায়। ইয়াসিনকে ফোন দিলে সে ফোন রিসিভ করে না। পরে খবর পেলাম, সে আমার বোনকে মেরে নদীতে ফেলে রেখেছে। এদিকে স্থানীয়রা ঘাতক স্বামী ইয়াসিন বাগকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। তবে পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা জানায়। নিহত ফেরদৌসী বেগম ২ সন্তানের জননী।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং ঘাতক স্বামী ইয়াসিন বাগকে আটক করি। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।