প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ২২:৪৩
হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২
ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের জেল
যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয়েছে দুজনকে। অনুমোদনহীন মেলা বসানোর কারণে হাজীগঞ্জের রাজারগাঁওয়ের এই ২ জনকে ১০ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় আটককৃতদেরকে আরো ৫শ’ টাকা জরিমানা করেছে একই আদালত। ১৯ অক্টোবর শনিবার আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার রাজারগাঁও ইউনিয়নের রাজারগাও গ্রামের বেপারী বাড়ির আবু তালেবের পুত্র শাহ জালাল (৪৫) ও একই গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত ঈসমাইল ভূঁইয়ার ছেলে মোঃ জামাল (৬০)। এদের উভয়কে দণ্ডবিধি ১৮৬০ ধারায় দণ্ডিত করা হয়েছে। এর আগে এদেরকে রাজারগাঁও এলাকা থেকে যৌথ বাহিনী আটক করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্তরা রাজারগাঁও বাজার এলাকায় অনুমোদনহীন মেলা বসানোর পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করে। খবর পেয়ে যৌথবাহিনী মেলার জন্যে তৈরি করা বাঁশের সরঞ্জামাদি খুলে ফেলে। পরে দোষ স্বীকার করার কারণে উভয়কে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, যৌথ বাহিনীর অভিযানে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১০দিনের করে জেল ও ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাই ও আয়োজনকারীগণ তাদের দোষ স্বীকার করার কারণে উভয়কে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডসহ ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।