শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১৫:৪৭

হাইমচরে ১০ কেজি ইলিশ ও জালসহ ৪ জেলে আটক

স্টাফ রিপোর্টার
হাইমচরে ১০ কেজি ইলিশ ও জালসহ ৪ জেলে আটক
হাইমচর মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন করায় মাছসহ আটক চার জেলে।

মা ইলিশ রক্ষায় দেশব্যাপী নৌ পুলিশ ও কোস্ট গার্ডের অভিযান চলমান রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম সুরক্ষিত করার লক্ষ্যে গত ১২ অক্টোবর হতে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সরকার কর্তৃক সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশ ও কোস্ট গার্ড নদীতে নিয়মিতভাবে টহল কার্যক্রম জোরদার করেছে। মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা- ইলিশ নিধনের অপরাধে ৪ জেলে আটক ও ১০ কেজি মা ইলিশ সহ ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মা ইলিশ রক্ষা অভিযানের দ্বিতীয় দিন সোমবার রাতে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আঃ মুন্নাফ ও কোস্ট গার্ড এই অভিযান পরিচালনা করেন। পরে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আর জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত ইলিশ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করার নির্দেশ দেন। এ সময় উপজেলা মৎস্য অফিসারসহ অন্যরা উপস্থিত ছিলেন। হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ সফল করতে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়