শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১৪:৫২

এক মামলায় জামিন পেলেও অপর মামলায় জেলগেটে আটক গাজীপুর ইউপি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
এক মামলায় জামিন পেলেও অপর মামলায় জেলগেটে আটক গাজীপুর ইউপি চেয়ারম্যান
চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সবুজ

আওয়ামী লীগের গ্রুপিং রাজনীতির বিরোধে যুবলীগের এক নেতার মামলার আসামি ছিলেন আওয়ামী লীগ সরকারের সময়ে তরুণ বয়সে নির্বাচিত হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সবুজ। এই মামলায় তাকে গত দুদিন আগে গ্রেফতার করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করলে তাকে যেতে হয় কারাগারে। এদিকে আদালত বুধবার তার জামিন মঞ্জুর করেন। কিন্তু জামিনে মুক্ত হলেও পরক্ষণেই বিএনপির দায়ের করা মামলার আসামি হিসেবে কারাগার থেকে মুক্তি পাবার সময় জেলগেটেই তাকে গ্রেপ্তার করে ফের কারাগারে পাঠায় পুলিশ।

এদিকে ভাতিজার এমন পরিস্থিতিতে এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোঃ শাহাজান পেদা। তাতে তিনি লেখেন, ভাতিজা চেয়ারম্যান সবুজ জেলে গেলো এবং জামিন পেলো। ৫ আগস্ট চাঁদপুরে বিএনপির মামলায় জেল গেটে আবার তাকে গ্রেফতার করলো। বিচার চাইবো কার কাছে?

মোঃ শাহজাহান মিয়া এই প্রতিবেদককে বলেন, আওয়ামী লীগের আমলে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, সন্ত্রাস, দুর্নীতি, আত্মসাতের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি এবং আমার পরিবার ৭টি মিথ্যা- বানোয়াট কাল্পনিক মামলার আসামি হয়েছি। আমি ৩ মাস আত্মগোপনে ছিলাম। এই আমলেও বিএনপির মামলায় অভিযুক্ত হলাম।

জানা যায়, হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজসহ তার লোকজনের বিরুদ্ধে মনিপুর গুচ্ছ গ্রামের সরকারি পুকুরের মাছ লুটের অভিযোগে চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন একই দলের প্রতিপক্ষ এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান গাজীর ভাগিনা যুবলীগের মনির। এই মামলায় আটক চেয়ারম্যান সবুজসহ ৭জনকে মঙ্গলবার বেলা ১২টার সময় জামিন নামঞ্জুর করে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বুধবার চেয়ারম্যান সবুজের জামিন হয়। কারাগার থেকে মুক্ত হয়ে বের হয়ে আসার সময় জেলগেটে পুনরায় গ্রেফতার করা হয় তাকে।

আগস্ট মাসে সংঘটিত ঘটনায় চাঁদপুর জেলা বিএনপির জ্বালাও পোড়াও ও ভাংচুরসহ লুটপাটের দায়েরকৃত সিআর ২৫নং মামলার নামীয়ভুক্ত ২৯৯নং আসামি হিসেবে চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অনুসন্ধানে জানা যায়, সাবেক চেয়ারম্যান হাবু গাজী হাইমচর আওয়ামী লীগের রাজনীতিতে সাবেক উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর গ্রুপ করেন। অপরদিকে বর্তমান গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ হলেন একই উপজেলার সাবেক চেয়ারম্যান শাহজাহান পেদার ভাতিজা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়