শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ২২:২৭

নানা অনিয়মে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার
নানা অনিয়মে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার ও মতলব বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের অভিযান পরিচালনা করছেন কর্মকর্তা।

চিংড়ি মাছে জেলি যুক্তসহ ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা সদরের ওয়্যারলেস বাজার এবং মতলব দক্ষিণ উপজেলা সদরস্থ বাজারে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। তিনি বলেন, আজ নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে চিংড়ি মাছে জেলি পাওয়ায় ওয়্যারলেস বাজারের তাকদির মাঝি নামে মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। অপরদিকে দিনের অপর অভিযানে মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে মুদি দোকান, কাঁচা বাজার, গ্যাস সিলিন্ডার দোকানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে কাঁচা মরিচের দাম ও অন্যান্য সবজির দাম ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গৌর নিতাই ঘোষ স্টোরকে ৫ হাজার টাকা, হানিফ স্টোরকে ৫ হাজার টাকা, মনির সরকার স্টোরকে ৫ হাজার টাকা, আনাস স্টোরকে ৩ হাজার টাকা, বাচ্চু প্রধানি স্টোরকে ৫ হাজার টাকা, বিল্লাল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই বাজারে গ্যাস সিলিন্ডারের দাম অযৌক্তিকভাবে বেশি দামে বিক্রির অপরাধে একই আইনে চৌধুরী স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গনমাধ্যমসহ বিভিন্ন পেশাজীবী ভোক্তাগণের উপস্থিতিতে সর্বমোট ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী সময়ের জন্যে এসব ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষায় অভিযানে যৌথভাবে সার্বিক সহযোগিতা করে মতলব থানা পুলিশের একটি এবং চাঁদপুর আনসার ব্যাটালিয়ন-এর একটি চৌকস দল। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়