শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩০

মাছঘাটে ক্রেতা সেজে ভোক্তা কর্মকর্তার অভিযান

বড়স্টেশনে বেশি দামে ইলিশ বিক্রি আড়তদারকে জরিমানা

স্টাফ রিপোর্টার
বড়স্টেশনে বেশি দামে ইলিশ বিক্রি আড়তদারকে জরিমানা

বেশি দামে ইলিশ মাছ বিক্রি করায় চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাঝঘাটের সিন্ডিকেট আড়তদার মাছ বিক্রেতাকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে এক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে আড়তদার ও ব্যবসায়ীদের ভবিষ্যতে ইলিশ মাছ ক্রয় এবং বিক্রিতে পাকা ক্যাশ মেমো সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক নুর হোসেন জানান, চাঁদপুর শহরের পাইকারি ও খুচরা প্রধান মাছের বাজার বড় স্টেশন মাছঘাটে ইলিশ মাছের উপর বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে বেশি দামে ইলিশ মাছ বিক্রির অপরাধে রিপন মাছের আড়তকে ৩,০০০/- জরিমানা করা হয়েছে। ন্যায্য মূল্যে ইলিশ মাছ বিক্রির জন্য সকল ব্যবসায়ীদেরকে আইনগত সতর্ক করা হয়েছে। প্রতিটি ব্যবসায়ী ক্রয়মূল্য রশিদ দেখিয়েছেন। ব্যবসায়ীরা বলেছেন প্রতি কেজি ক্রয়মূল্যের উপর তারা ৩০- ৫০/- লাভ করেন। নামার ইলিশ মাছ (হাতিয়া নোয়াখালী, ভোলা, বরগুনার ইলিশ) প্রতিকেজি১৪০০/-/১৫০০/- করে এবং লোকাল ইলিশ (চাঁদপুর) এর ইলিশ প্রতি কেজি ১৭৫০/-/১৮০০/- করে বিক্রি করতে দেখা গেছে।

ব্যবসায়ীরা বলেন, সকালে ট্রলার বা নৌকা থেকে আসা ইলিশ মাছ ওপেন মার্কেটে নিলাম ডাকা হয়। নিলামে মাছ যে পায় সে প্রতি কেজিতে ২০/-, ৩০/- লাভে ইলিশ মাছ বিক্রি করেন। প্রায় রশিদে দেখা যায় প্রতি মণ ইলিশ মাছের দাম ৬৫,০০০/- থেকে ৭০,০০০/-।

এই অভিযান পরিচালনা ও অধিক দামে ইলিশসহ অন্যান্য মাছ বিক্রি নেপথ্যে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে চাঁদপুরের বিভিন্ন মিডিয়া ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ক্যাব ও নিরাপত্তায় ছিলেন চাঁদপুর সদর মডেল থানার একটি পুলিশ টিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়