মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১৭:২০

মামলা দায়েরের ৪০ মিনিটের মধ্যে শাহীন হত্যার আসামি গ্রেফতার

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
মামলা দায়েরের ৪০ মিনিটের মধ্যে শাহীন হত্যার আসামি গ্রেফতার

চাঁদপুর শহরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয়ের নিকটে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী শান্ত দাসকে মামলা রুজু হওয়ার ৪০ মিনিটের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

পুলিশ জানায়,

জনৈক সাজেদা বেগমর(৩৫), স্বামী-মৃত মোঃ স্বপন সরকার, সাং-ব্যাংক কলোনী, ১৫নং পৌর ওয়ার্ড, থানা ও জেলা-চাঁদপুর-এর ছেলে ভিকটিম মোঃ ইব্রাহিম খলিল প্রকাশ শাহীন (১৭), পিতা-মৃত মোঃ স্বপন সরকার রাজমিস্ত্রির কাজ করত। বিগত ২/৩ দিন পূর্বে চাঁদপুর পৌরসভাস্থ ব্যাংক কলোনী কালার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোঃ ইব্রাহিম খলিল প্রকাশ শাহীন (১৭)-এর সাথে ১। শান্ত দাস (১৯), পিতা-অজয় চন্দ্র দাস, মাতা-কবিতা রাণী দাস, সাং-ব্যাংক কলোনী, ছিদ্দিক মিয়ার টিন শেড বাসার ভাড়াটিয়া, ২। মোঃ শামীম (১৯), পিতা-অজ্ঞাত, সাং-ব্যাংক কলোনী, ৩। রাতিম (১৯), পিতা-মোঃ নাছির, সাং-বিষ্ণুদী, খান ভিলার গলির ভিতরে, ৪। মোঃ সামির (১৯), পিতা-অজ্ঞাত, সাং-বিষ্ণুদি, ঢালী মসজিদের সামনে, ৫। সামি (১৯), পিতা-মোঃ মনির, মাতা-মনি বেগম, ৬। মোঃ সাকিল (২১), পিতা-মোঃ আলমগীর, মাতা-হালিমা বেগম, উভয় সাং-ব্যাংক কলোনী গাজী বাড়ী, সর্বথানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর সহ আরো ক'জনের সাথে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে ঘটনার দিন গত ২৩/০৮/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান আটটার সময় ভিকটিম মোঃ ইব্রাহিম খলিল প্রকাশ শাহীন বাসা থেকে বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় বিবাদীগণ ভিকটিম মোঃ ইব্রাহিম খলিল প্রকাশ শাহীনের পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। ১নং বিবাদী শান্ত দাস তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে ভিকটিম মোঃ ইব্রাহিম খলিল প্রকাশ শাহীন কে হত্যার উদ্দেশ্যে সজোরে কোপ মারলে উক্ত কোপ ভিকটিমের মাথার পিছনের অংশসহ বাম কানের নিচে লাগলে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। উক্ত ঘটনা দেখে সাক্ষী মোঃ ফাহিম তাকে বাঁচাতে এগিয়ে গেলে ২নং বিবাদী মোঃ শামীম তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে এবং ৩নং বিবাদী রাতিম তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে সাক্ষী মোঃ ফাহিম কে এলোপাতাড়ি কোপ মেরে তার শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত গুরুতর জখম করে। অন্যান্য বিবাদীগণসহ অজ্ঞাতনামা বিবাদীগণ তাকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে বিবাদীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে উপস্থিত লোকজনের সহায়তায় সাজেদা বেগমের ছেলে ও সাক্ষী মোঃ ফাহিম কে উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাজেদা বেগমের ছেলে ভিকটিম মোঃ ইব্রাহিম খলিল প্রকাশ শাহীন কে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। সাক্ষী মোঃ ফাহিমের আঘাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন।

উক্ত ঘটনার বিষয়ে সাজেদা বেগম(৩৫) বাদী হয়ে এজাহারনামীয় ০৬ জন আসামী সহ অজ্ঞাতনামা ১০/১২ জন আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-২২/৫৮২, তাং-২৪/০৮/২০২৪ইং, ধারা-৩৪১/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

অত্র মামলা রুজু হওয়ার পর মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম-বার, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে ইং ২৪/০৮/২০২৪ তারিখ এসআই(নিঃ)/ মোঃ ফেরদৌস হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ১নং আসামী শান্ত দাস (১৯), পিতা-অজয় চন্দ্র দাস, মাতা-কবিতা রানী দাস, সাং-ব্যাংক কলোনী, ছিদ্দিক মিয়ার টিনশেড বাসার ভাড়াটিয়া, থানা ও জেলা-চাঁদপুর কে চাঁদপুর শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। পরবর্তীতে উক্ত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়