বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১৮:৩৬

হাজীগঞ্জ থানা পুলিশের কার্যক্রম পুরোপুরি শুরু

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ থানা পুলিশের কার্যক্রম পুরোপুরি শুরু

কোটা রিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরে সারাদেশে পুলিশ বাহিনীর উপর দুর্বৃত্ত চক্রের হামলা ও পুলিশ হত্যাসহ এমনকি থানাগুলিতে হামলার কারনে কার্যত স্থবির হওয়াসহ আন্দোলনে নামে পুলিশ। তারই ধারাবাহিকতায় গত সোমবার (৫ আগষ্ট) বেলা তিনটার দিকে হাজীগঞ্জ থানার প্রধান ফটকের সামনে কয়েক হাজার জনতা হামলে পড়ে। এ সময় উপজেলা বিএনপির একাধিক সিনিয়র নেতা, ব্যাবসায়ীনেতা ও যৎসামান্য সংবাদকর্মীর করিৎকর্মায় রক্ষা পায় হাজীগঞ্জ থানা কমপ্লেক্সসহ পুরো থানার পুলিশ বাহিনী। এর পর থেকে হাজীগঞ্জ থানা পুলিশ নিজেদের নিরাপত্তার জন্য নিজেদেরকে দায়িত্ব থেকে সরিয়ে নেয়।

অন্তবর্তী সরকারের হাত ধরে পুলিশের নতুন আইজি নিয়োগ শেষে নির্দেশ ও সেনাবাহিনীর সহযোগিতায় হাজীগঞ্জ থানা পুলিশ কার্যক্রম শুরু করে। গতকাল সোমবার (১২ আগষ্ট) হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ হাজীগঞ্জ বাজারসহ উপজেলার সকল ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে জনগনকে আশ্বস্ত করেন এবং থানায় সকল আইনীসেবা চালু রয়েছে বলে জানানো হয়। এ সময় এই কর্মকর্তা বিভিন্ন স্থানে স্থানীয়দের সাথে আইনশৃঙ্খলা রক্ষা করাসহ কুশলাদি বিনিময় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, পুলিশের কাজে সহযোগিতা ও আইনশৃঙ্খলা ঠিক রাখতে কাজ করে যাচ্ছি। তবে হাজীগঞ্জে আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রনে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়