শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১৯:৪৯

চাঁদপুরে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
চাঁদপুরে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা

সেনাবাহিনীর টহল ব্যতিত মাঠে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলেও চাঁদপুরে অনেকটাই স্বাভাবিক হচ্ছে সাধারণ মানুষের চলাচল। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়ে ‘ট্রাফিক পুলিশের’ ভূমিকা পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, চাঁদপুর যুব রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্যরা।

শিক্ষার্থীদের এমন ভূমিকায় উচ্ছ্বসিত সবাই। 

পালবাজার ব্রীজের গোঁড়া, কালিবাড়ি, নতুনবাজার, মাতৃপীঠ স্কুল মোড়, শপথ চত্বর, মিশন রোডের মাথা, স্টেডিয়াম সড়ক, ইলিশ চত্বর, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা যায় শিক্ষার্থীদের। একই সঙ্গে জেলার বিভিন্ন জায়গায় ভাংচুর ও অগ্নিসংযোগের পোড়া স্থানের পরিচ্ছন্নতার কাজও করতে দেখা গেছে শিক্ষার্থীদের। 

দোকানপাটসহ, বিপনি-বিতান ও অফিস আদালত খোলা থাকায় সেসব জায়গাতে লোকসমাগম বাড়ছে।

ফলে বিগত কদিনের থেকে সড়কগুলোতে রিকশা, ব্যাটারি রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের গণপরিবহন এবং মোটরসাইকেলসহ ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে।

আর বাড়তি গাড়ির চাপ সামাল দিতে সড়কে ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থীরা গতকাল বুধবারও মাঠপর্যায়ে কাজ করছে।

তবে মঙ্গলবারের থেকে বুধবারে ট্র্যাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি তাদের কর্ম এলাকাও বাড়ানো হয়েছে।

শিক্ষার্থীরা জানান, আমাদের একটু শ্রমে যদি শহর যানজটমুক্ত হয় ও যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসে, তাই আমরা এই শ্রম দিচ্ছি। নিজেদের মানবিকতা থেকেই আমরা স্বউদ্যোগী হয়ে এ কাজে নেমেছি। যতক্ষণ পর্যন্ত সরকারি ট্রাফিক সিস্টেম চালু না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এ কাজ করে যাবো।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। আতঙ্কে কর্মক্ষেত্রে যাচ্ছেন না পুলিশ সদস্যরা। এমন অবস্থায় বিভিন্ন সড়কে এখন ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়