শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৭:০৭

হাজীগঞ্জে নিখোঁজ নারীর লাশ মিললো ডোবায়

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে নিখোঁজ নারীর লাশ মিললো ডোবায়

বাড়ির পাশের ডোবাতে মিললো নিখোঁজ নারী কইতরের নেছা (৯০) লাশ। ২ সন্তানের জননী কইতরের নেছা এক দিন ধরে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বেলা ৩ দিকে ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামের কালা মিজি বাড়ির বাগানে। তিনি পাশের কিতাব আলী বাড়ির মৃত তারা মিযার স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার

দুপুরে মিজির বাড়ির এক নারী বাড়ির পাশে ভিটে বাড়িতে যান তরকারি তুলতে। এ সময় বর্ষায় জমে থাকা অল্প পানিতে একজন নারীর লাশ দেখে চিৎকার শুরু করেন। এ সময স্থানীযরা ছুটে এসে দেথেন পাশের বাড়ির কইতরের নেছার লাশ পড়ে রযেছে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায নিয়ে আসে।

নিহত নারীর ছেলে স্থানীয় একটি মসজিদের ইমাম কিতাব আলী জানান, গত প্রায় এক বছর আগে মা ষ্টোক করে স্মৃতি শক্তি অনেকটাই হারিয়ে ফেলেন। এ দিকে গত বুধবার (১০ জুলাই) সন্ধ্যার পর থেকে মা"কে খুঁজে পাইনি। রাতে আর সকালে অনেক খুঁজেছি আর দুপুরে মায়ের লাশ পেলাম।

হাহীগঞ্জ থানান অফিসার ইনচার্জ

মুহাম্মদ আব্দুর রশিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পু্লিশ পাঠিযেছে, মযনা তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়