সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৬:৫২

ঠান্ডা জ্বরের ওষুধ মনে করে কীটনাশক পানে কিশোরীর মৃত্যু

অনলাইন ডেস্ক
ঠান্ডা জ্বরের ওষুধ মনে করে কীটনাশক পানে কিশোরীর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউপির আমিনপুরে ঠান্ডা জ্বরের ওষুধ মনে করে ঘরে থাকা কীটনাশক পানে মারিয়া (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  

মৃত মারিয়া আক্তার ওই এলাকার কামাল হোসেনের বড় মেয়ে। সে নাওরি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।

বৃহস্পতিবার ১১ জুলাই সকালে এ ঘটনা ঘটে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল জরুরী বিভাগে মেয়েটির মায়ের সাথে কথা বলে এই তথ্য জানা যায়।

নিহত মারিয়ার মা বিউটি বেগম বলেন, তার মেয়ে ঠান্ডা জরে অসুস্থ। সকাল ৮টার দিকে লিমা কাশির ওষুধ মনে করে ভুল করে চালের কেরিনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে তার মা আত্মীয়ের এক মেয়েকে সাথে নিয়ে একজন সিএনজি চালকের সহযোগিতায় বেলা ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে বলে জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছেন।

কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়