শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১৩:৪৫

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক রাতে চার বাড়িতে চুরি

আব্দুল মান্নান সিদ্দিকী মুন্সিগঞ্জ হতে
মুন্সিগঞ্জের শ্রীনগরে এক রাতে চার বাড়িতে চুরি

মুন্সীগঞ্জের শ্রীনগরে একরাতে চার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ৩০ জুন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের নাওপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কোলাপাড়া ইউনিয়নের নাওপাড়া গ্রামে শামসুল শেখের ছেলে আলমগীর শেখ এর বাড়িতে ঘরের তালা কেটে চোর চক্র ঘরে প্রবেশ করে কিছু না পেয়ে চলে যায়। পরে একই এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে রনি মিয়ার ঘরে প্রবেশ করে নগদ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। একই এলাকার মিষ্টি আলা নামে পরিচিত পাড়ার মৃত মিয়াজ উদ্দিনের ছেলে রয়িজ উদ্দিনের ঘরে প্রবেশ করে তার ঘরে থাকা আলমারির তালা ভেঙ্গে কোন টাকা-পয়সা না পেয়ে ২ টি লাইট নিয়ে চলে যায়। পরেঐ এলাকার খাঁ পাড়া মৃত্যু মতি মেম্বার এর ছেলে রাসেল এর বাড়ির ঘরের তালা কেটে ঘরে প্রবেশ করে সব কিছু উলটপালট করে নগদ টাকা না পেয়ে চলে যায়।

ভুক্তভোগীরা জানান, চোরের দল রাত ২ টার দিকে বাড়িতে প্রবেশ করে বসত ঘরের দরজা ও জানালার ভেঙ্গে এসব নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এক রাতে চার বাড়িতে চুরির ঘটনায় গ্রামের মানুষের মাঝে আতংক বিরাজ করছে। এ বিষয়ে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সুমন ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এক রাতে চার বাড়িতে চুরি এমন‌ ঘটনা আগে শুনি নাই। তবে চোর চক্র তারা নগদ টাকা যাদের ঘরে পেয়েছে তাদের থেকে নিয়েছে। টাকা ছাড়া অন্য কিছু নেয় নাই। এ বিষয়ে সকলের সচেতন থাকা দরকার।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়