শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১৭:৪৭

চাঁদপুর শহরতলীর বাবুরহাটে জেলা পরিষদের সম্পত্তি উদ্ধারে অভিযান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরতলীর বাবুরহাটে জেলা পরিষদের সম্পত্তি উদ্ধারে অভিযান

চাঁদপুর শহড়তলীর বাবুরহাট বাজারে জেলা পরিষদের সম্পত্তিতে গড়ে তোলা দোকান উচ্ছেদ করা হয়েছে। জেলা পরিষদের মার্কেট নির্মানের লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খান। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। এছাড়াও চাঁদপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম উপস্থিত ছিলেন।

শনিবার সকাল ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এর আগে গত ১০ জুন উচ্ছেদকৃত সকল দোকানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দীর্ঘ ৭ বছর ব্যবসায়ীদের সাথে হাইকোর্টে মামলা নিষ্পত্তির পর জেলা পরিষদের এই সম্পত্তি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ৭ বছর পূর্বে জেলা পরিষদ মার্কেট নির্মানের লক্ষ্যে দোকান বরাদ্দের জন্য লীজকৃত দোকানীসহ সকলের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। তখন লীজকৃত দোকানীদের মধ্যে কয়েকজন মার্কেট নির্মানের বিপক্ষে অবস্থান নিয়ে হাইকোর্টে রিট পিটিশান দায়ের করেন। উক্ত রিট পিটিশান খারিজের পর এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। অভিযান সম্পর্কে জেলা পরিষদের নির্বাহীর নিকট জানতে চাইলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সকল তথ্য জানানো হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়