প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১০:২৪
ঢাকায় হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন
ঢাকার মিলন জিল্লা সিটি কলোনীর ৫শ’ বছরের বসবাসকারী হরিজন পরিচ্ছন্নকর্মীদের উচ্ছেদ অভিযান বন্ধে চাঁদপুরে কয়েক’শ হরিজন সম্প্রদায়ের লোকজনের সমন্বয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
১৩ জুন বৃহস্পতিবার বিকালে শহরের শপথ চত্ত্বর মোড়ে হেলা সমাজ পঞ্চায়েত কমিটি এবং হরিজন ঐক্য পরিষদের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলা সমাজ পঞ্চায়েত কমিটি চাঁদপুর জেলা শাখার সভাপতি কৈলাস দাস, সাধারণ সম্পাদক দিপক দাস, কোষাধক্ষ্য মাষ্টার খোকন দাস, সদস্য রমেশ হরিজন, জেলা হরিজন শিল্পী গোষ্টির সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাস জনি, বাংলাদেশ হরিজন ঐক্য পরিসদ সাবেক সভাপতি বিজয় হেলা, সাবেক সাধারণ সম্পাদক খোকন দাস, সদস্য সীতারাম দাসসহ অন্যরা।
হরিজনদের সংগঠনের নেতারা প্রতিবাদ সভায় বলেন, হরিজনদের বাসস্থান দিতে হলে ওই মিলন জিল্লা সিটি কলোনীতেই দিতে হবে। অন্যথায় ওখানকার হরিজন সম্প্রদায় কোথাও যাবে না।
চাঁদপুর জেলা হরিজন ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক খোকন দাস বলেন, সারা দেশের হরিজন সম্প্রদায়ের লোকজন যে যেখানে বসবাস করছে। সেখানেই তাদের বাসস্থান স্থায়ীকরণের প্রতি প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আমাদের অভিভাবক। তাই তার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত বলে মনে করি।