শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০০:০০

ফলোআপ : হাজীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

নিহত স্বামী-স্ত্রীকে পাশাপাশি দাফন, ঘাতক ট্রাকচালকের বিরুদ্ধে মামলা

কামরুজ্জামান টুটুল ॥
নিহত স্বামী-স্ত্রীকে পাশাপাশি দাফন, ঘাতক ট্রাকচালকের বিরুদ্ধে মামলা

গত মঙ্গলবার (১১ জুন) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের গোগরা এলাকায় বালুবাহী ট্রাক ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে ট্রাকচালককে আসামি করা হয়েছে। মামলার বাদী নিহত মোজাম্মেলের বোন-জামাই ইকবাল হোসেন।

এদিকে ঘটনার দিন রাত সাড়ে বারোটার দিকে ময়নাতদন্ত ছাড়া মোজাম্মেল হোসেন বেপারী, তার স্ত্রী পিংকি বেগমকে ফুলছোঁয়া বেপারী বাড়ির পারিবারিক গোরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। একই ঘটনায় নিহত সবুজ হাওলাদারকে একই দিন রাতে গোগরা হাওলাদার বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ দুর্ঘটনায় ট্রাকচালককে আসামি করার বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।

অনুসন্ধানে জানা যায়, নিহত মোজাম্মেল দম্পতির ২ ছেলে ১ মেয়ে রয়েছে। নিহত সবুজ হাওলাদারের স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ট্রাক-মালিক হাসান কনস্ট্রাকশনের পক্ষ থেকে একজন এসে নিহতদের পরিবারকে সহায়তা দিতে চেয়েছে। তবে তা রাখা হয়নি।

উল্লেখ্য, বালুবাহী ট্রাক আর সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান মোজাম্মেল হোসেন বেপারী (৪০), মোজাম্মেলের স্ত্রী পিংকি বেগম (৩২) ও সবুজ হাওলাদার (৩০)। মঙ্গলবার (১১ জুন) বেলা আড়াইটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকার গোগরা ফারুক মেম্বার বাড়ির সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। একই ঘটনায় সিএনজি স্কুটারের চালকসহ অপর দুজন চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় প্রায় ২ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিলো।

নিহত মোজাম্মেল বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া বেপারী বাড়ির আবুল খায়ের বেপারীর ছেলে, নিহত পিকিং মোজাম্মেলের স্ত্রী। অপর নিহত সবুজ হাওলাদার একই ইউনিয়নের গোগরা হাওলাদার বাড়ির রফিকুল ইসলামের ছেলে। এরা সবাই সিএনজি স্কুটারে বাকিলা বাজার থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। সবুজ হাওলাদার দুর্ঘটনাস্থলে, মোজাম্মেল ও তার স্ত্রী পিংকি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মারা যান। একই ঘটনায় আহত ফরিদ (১৬) ও মোস্তফা চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে, মোস্তফা দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশার চালক। ফরিদ নিহত সবুজের শ্যালক।

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে বালুবাহী ট্রাক (কুমিল্লা-ঠ-১১-০৩২৭) হাজীগঞ্জে যাওয়ার পথে ঘটনাস্থল অতিক্রমকালে সিএনজি অটোরিকশা (চাঁদপুর-থ-১১-৬৭০৪)-এর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়