শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ২১:৪৬

চাঁদপুর জেলা প্রশাসনের অভিযান

আদালতের আদেশ অমান্য করে বালু উত্তোলন করায় ১০ লাখ টাকা জরিমানা

নগদ পৌনে ১২ লাখ টাকা ও একটি স্পিডবোট জব্দ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
আদালতের আদেশ অমান্য করে বালু উত্তোলন করায় ১০ লাখ টাকা জরিমানা

আদালতের আদেশ অমান্য করে চাঁদপুরের মেঘনা নদী থেকে বালু উত্তোলন করায় মেসার্স নিপা এন্টারপ্রাইজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে এ অভিযান চালায় জেলা প্রশাসন। রাতে জরিমানার তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

মেসার্স নিপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিনা বেগম লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের মেয়ে। জেলা প্রশাসক বলেন, সেলিম খানের মেয়ে সেলিনা বেগমের মেসার্স নিপা এন্টারপ্রাইজের লোকজন চাঁদপুর সদর উপজেলার চরজগন্নাথপুর, লগীমারা ও থাকচর লগীমারা মৌজায় বালু তুলছিলেন। এ সময় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে বালু তোলার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১১ লাখ ৭৮ হাজার টাকা ও ১টি স্পিডবোট জব্দ করা হয়। পরে জব্দকৃত এবং জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।

জেলা প্রশাসক আরও বলেন, এ অভিযানের সময় সেলিম খান বা তাঁর মেয়ে সেলিনা বেগমকে পাওয়া যায়নি। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে চাঁদপুর সদর উপজেলার তিনটি মৌজায় অবস্থিত মেঘনা নদী থেকে সেলিনা বেগমকে বালু উত্তোলনে বাধা দেয়া থেকে বিরত থাকতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, গতকাল রোববার (২ জুন) তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়