রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৩ জুন ২০২৪, ২০:৩৬

চাঁদপুরে ভোক্তার অভিযান

গ্র্যান্ড সিটি রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
গ্র্যান্ড সিটি রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর শহরের গ্র্যান্ড সিটি রেস্টুরেন্টে অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর টিম।

চাঁদপুর শহরের কুমিল্লা রোড এলাকার গ্র্যান্ড সিটি রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর-এর বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। ৩ জুন সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন।

অভিযান চলাকালে গ্রেন্ড সিটি রেস্টুরেন্টে বার্গারের বনরুটির গায়ে উৎপাদন তারিখ না থাকা এবং নিজেরা তারিখ বসানোর অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো ভোক্তার অধিকার সংরক্ষণ করা। ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা পরিচালনা করলে আমরা ব্যবসায়ীদের সকল প্রকার সহযোগিতা করবো। আমরা কোনো ব্যবসায়ীকে জরিমানা করতে চাই না। তারা আইন অমান্য করলে আমরা বাধ্য হয়ে তাদের জরিমানা করি। তিনি বলেন, চাঁদপুরে ভোক্তার অধিকার সংরক্ষণে আমাদের এই অভিযান চলমান থাকবে। অভিযানে সহযোগিতায় ছিলেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়