শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৮:১৫

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি, গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি, গ্রেপ্তার ৭

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানিসহ হয়রানি করার কারণে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার ৭ চালককে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। রোববার ২ জুন দুপুরে লঞ্চঘাটে নৌ পুলিশ দায়িত্ব পালন অবস্থায় এসব চালকরা এ ধরণের কর্মকান্ডে লীপ্ত হলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার চালকরা হলেন : ইমাম হোসেন তপাদার (২৫), মো. মনির গাজী (৩০), মো. হানিফ বেপারী (৬৫), মো. জুয়েল (২৫), রিয়াদ (২৫), মো. সোহেল (২৫) ও আলী বেপারী (৩৪)। এদের বাড়ী চাঁদপুর শহর, সদর ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। ওসি কামরুজ্জামান বলেন, আজ দুপুরে লঞ্চ টার্মিনালে নৌ পুলিশ দায়িত্বরত অবস্থায় সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা যাত্রীদের হয়রানি, ব্যাগ ধরে টানাটানি ও চিৎকার চেচামেচি হৈ চৈ করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করে এবং মারামারি করে। যে কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, আটকদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানায় ননএফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়। আর আসামী আলী বেপারী মারামারি করায় তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়