রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০১ জুন ২০২৪, ১৯:৩১

পাচারকালে ১২ কেজি গাঁজাসহ ৩ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
পাচারকালে ১২ কেজি গাঁজাসহ ৩ নারী গ্রেফতার

চাঁদপুরের কচুয়া থানা পুলিশ কর্তৃক ১২ কেজি গাঁজাসহ ৩ জন নারী গ্রেফতার হয়েছে। ৩০ মে বিকেলে কচুয়া থানাধীন শ্রীরামপুর এলাকাস্থ বিল্লালের মাছের প্রজেক্টের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক পাচারকারী তিন নারীকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

চাঁদপুর ডিস্ট্রিক্ট পুলিশের ফেসবুক পেজে জানানো হয়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার)-এর সার্বিক দিক-নির্দেশনায় মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), মোহাম্মদ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, কচুয়া থানা, চাঁদপুরের তত্বাবধানে এসআই মোঃ মামুনুর রশিদ সরকার (মামুন)-এর নেতৃত্ব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১২ কেজি গাঁজা উদ্ধার পূূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- মোসাঃ হেলেনা বেগম (৩৫), নাজমা (৫০) ও রুপা আক্তার (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা পুলিশকে জানায়, উদ্ধারকৃত গাঁজা কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে কম মূল্যে ক্রয় করে বেশি মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো মর্মে স্বীকার করে।

তাদের বিরুদ্ধে কচুয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১৯ (খ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়