শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০১ জুন ২০২৪, ১৯:২০

ফলোআপ

হাজীগঞ্জে দাদি-নাতি খুনের ঘটনায় যুবক রিমান্ডে!

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে দাদি-নাতি খুনের ঘটনায় যুবক রিমান্ডে!

হাজীগঞ্জে দাদি হামিদুন্নেসা (৭২) ও নাতি আরাফাত হোসেন (১২) খুনের ঘটনায় সন্দেহজনক প্রধান আসামি আলম (৩৬)কে আটক করেছে র‌্যাব ১১ কুমিল্লা। দাদি-নাতি খুনের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ১ জুন শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। তবে এই খুনের তথ্য উদ্ঘাটনের জন্য রিমান্ড চাইবে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রহমান। আলম হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার মেহের আলী হাজী বাড়ির আব্দুল হামিদের ছেলে। দাদি হামিদুন্নেসা ও নাতি আরাফাত হোসেন খুনের ঘটনার পর থেকে আলম পলাতক ছিলেন। একই ঘটনায় মারাত্মক আহত হালিমা ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল চিকিৎসাধীন রয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, র‌্যাবের হাতে গ্রেফতার আলমকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম মুখ খোলেনি। এজন্যে আদালতে রিমান্ডের আবেদন করা হবে এবং রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত ২৭ মে সোমবার দিবাগত রাতে রাহেলের প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে দুর্বত্তরা বসতঘরে ডুকে দাদি হামিদুনেছা নাতি আরাফাত ও নাতনি হালিমা আক্তার মিমকে কুপিয়েছে। এতে ঘটনাস্থলে হামিদুনেছা ও হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আর নাতনি হালিমা মারাত্মক আহত হয়। ঘটনার পরেই পাশের লোকজন খবর পেয়ে ওই ঘরে ঢুকে দেখে দাদী হামিদুনেছা (৭০), নাতি আরাফাত (১২) ও নাতনি হালিমা (১৫) গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। তবে লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই প্রাণ হারান দাদি আর হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান নাতি। এ ঘটনায় একই দিন সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ সুপার ও পিবিআই ঘটনাস্থল পরিদন করে। গত ২৭ মে সোমবার দিনগত গভীর রাতে আলোড়ন সৃষ্টিকারী হত্যাকাণ্ডটি ঘটে হাজীগঞ্জে বাকিলা ইউনিয়ন পশ্চিম রাধাসার বকাউল বাড়িতে। হত্যার শিকার হামিদুনেছা ওই বাড়ির সিরাজ বকাউলের স্ত্রী আর নিহত আরাফাত ও আহত হালিমা ওই বাড়ির প্রবাসী ইউসুফের সন্তান। আরাফাত শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং হালিমা একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং নিহত হামিদুনেছা বেগম প্রবাসী ইউসুফের মা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়