শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৬ মে ২০২৪, ১৯:৫৫

চাঁদপুরে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চাঁদপুরে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
অনলাইন ডেস্ক

আট বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকা সানারপাড় থেকে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

এএসআই মিজান দক্ষতার পরিচয় দিয়ে আধুনিক প্রযুক্তি অবলম্বন করে ঢাকা সানারপাড়ে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মামুন গাজীকে(৩২) গ্রেপ্তার করে চাঁদপুর নিয়ে আসে।

পুলিশের হাতে আটক হওয়া মামুন গাজী সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোদেরগাঁও গ্রামের গাজিবাড়ি মনজুর গাজীর ছেলে।

২০১৯ সালে শিশু হত্যার চেষ্টার ঘটনায় মামুন গাজীসহ ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় যার মামলা নম্বর জিআর ২৫/১৯ ধারা ৩২৪/৩০৭ দন্ডবিধি। মামলাটি কয়েক বছর পরিচালনা করার পর আদালত ঘটনা পর্যবেক্ষন করে ৩২৪ ধারায় তিন বছর সাজা ৩০৭ ধারায় ৫ বছর সাজা ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসের সাজা প্রদান করেন।

মডেল থানার ওসি মোঃ শেখ মহসিন আলম জানান, শিশু হত্যার চেষ্টার ঘটনায় তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে ইতিপূর্বে দুই ভাই জেল খাটেন। পলাতক আসামী মামুন গাজী ঢাকা সানারপাড়ে পালিয়ে থাকার পর আধুনিক প্রযুক্তি অবলম্বন করে পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অপরাধ করে কোন আসামি পালিয়ে থাকার সুযোগ নেই, তাকে ধরা পড়তেই হবে বলে জানান ওসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়