প্রকাশ : ২০ মে ২০২৪, ১৯:৩৭
তিনটি উপজেলা নির্বাচন নিয়ে প্রশাসনের শীর্ষ পর্যায় ব্রিফিং প্যারেড
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলার সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি থানায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ২০ মে সোমবার চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি থানায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুরের সঞ্চালনায় ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান এবং সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবাইকে সচেষ্ট থাকতে হবে। কেউ যদি নির্বাচনে বিতর্কিত আচরণ করেন সেই দায়ভার ব্যক্তিকেই নিতে হবে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সকল প্রকার সহযোগিতা করতে আমরা প্রস্তুত।
হাজীগঞ্জ থানায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার এর পক্ষে প্রতিনিধিত্ব করেন সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর।
শাহরাস্তি থানায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী।
ব্রিফিং প্যারেড সমূহে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকুসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।