প্রকাশ : ০৫ মে ২০২৪, ১৯:৫১
বাটারবান খেয়ে শিশু অসুস্থ
চাঁদপুর শহরের চিত্রলেখার মোড়ের মা বনফুল কেক এন্ড ফাস্টফুডের নিজস্ব তৈরি বাটারবান খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
|আরো খবর
শিশুর মা মমিনপাড়ার বাসিন্দা আবুল হোসেন তালুকদারের মেয়ে আসমা তালুকদার বলেন, দুই পিস বাটারবান বিশ টাকা দিয়ে মা বনফুল কেক এন্ড ফাস্টফুড দোকান থেকে কিনে নিয়েছিলাম। এরমধ্যে একটি বাটারবান খেয়ে আমার ২ বছরের ছোট্ট শিশুটি পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়ে। আমি সবার কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি।
এদিকে সরজমিনে মা বনফুল কেক এন্ড ফাস্টফুডের দোকনে ঢুকে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলোবালিময় গ্লাস, পুরানো বাসি খাবার এবং দোকানে মাকড়সার বাসা বেধে রয়েছে।
অভিযোগ প্রসঙ্গে মা বনফুল কেক এন্ড ফাস্টফুডের দোকনের পরিচালক মোঃ হাসান বলেন, বাটারবানগুলো আমি বিক্রি করিনি। করেছে আমার দোকানের স্টাফ। আর রাস্তার পাশের দোকান হওয়ায় ধুলোবালিতো একটু হবেই। তবে দোকান যাতে পরিষ্কার-পরিছন্ন থাকে সেদিকে আমি নজর রাখবো। যে বাচ্চা অসুস্থ হয়েছে হয়তো গরমেও অসুস্থ হতে পারে। তবে আমাদের নিজস্ব কারখানায় বাটারবানসহ সব খাবার তৈরি হচ্ছে। বাসি পঁচা খাবারতো দোকানে রাখিনা। তবুও ওনাদের সমস্যার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।
মা বনফুল কেক এন্ড ফাস্টফুডের দোকনের কর্মচারী মোঃ রুবেল বলেন, বাটারবানগুলো হয়তো গরমে নষ্ট হতে পারে। মালিক এগুলো দোকানে এনেছে বলেই বিক্রি করেছি। ভবিষ্যতে খাবার বিক্রিতে আরও সতর্ক হবো।