শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ মে ২০২৪, ১২:১৪

চাঁদপুর মেঘনায় নৌপুলিশের অভিযান, গ্রেফতার ১১

অনলাইন ডেস্ক
চাঁদপুর মেঘনায় নৌপুলিশের অভিযান, গ্রেফতার ১১

চাঁদপুরের মেঘনা নদীতে বালু বহনকারী নৌযান বাল্কহেডে অভিযান চালিয়ে সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে স্থানে উৎকীরন ও সুকানি যোগ্যতা সনদ না থাকার অপরাধে ১১টি বাল্কহেডের সুকানিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০) এপ্রিল রাতে চাঁদপুর নৌ থানা পুলিশের এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়। গত চব্বিশ ঘন্টায় চাঁদপুর শহরের মোলহেড এবং রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানে বাল্কহেডের উপর অভিযান চালিয়ে সুকানিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুকানিরা হলেন-আরিফুল ইসলাম (২৪), মো. আলমগীর খান (৪০), মোশারফ হোসেন (৩৫), কামাল হোসেন (৪৫), ইমন হোসেন (৩৬), মো. নাঈম (২৩), মো. জলিল হাওলাদার (৫০), মো. ইউসুফ (৩৫), মো. ইব্রাহীম (২৪), মো. ইব্রাহীম (২৪) ও মো. ইমরান বেপারী (২৮)।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গ্রেফতার সুকানিদের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনী-২০০৫) এর বিভিন্ন ধারায় মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করা হয় এবং জব্দকৃত ১১টি বাল্কহেড চালকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়