প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ২০:০৪
কোস্টগার্ডের অভিযান ১৮ কেজি গাঁজাসহ আটক ১
চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে কোস্টগার্ড। ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ডের একটি দল মঙ্গলবার ভোর ছয়টার সময় চাঁদপুর জেলার সদর থানাধীন চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন রাজদূত প্রাইম নামক ঢাকাগামী ১টি যাত্রীবাহী লঞ্চের অভ্যন্তরে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের আভিযানিক দল উক্ত ব্যক্তিকে থামার সংকেত প্রদান করে। অতঃপর উক্ত ব্যক্তির সাথে থাকা ২টি ব্যাগ তল্লাশী করে ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা আরও বলেন, জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
সূত্র জানায়, বিপুল পরিমাণ গাঁজার এই চালানটি কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে আনা হয়েছে। লঞ্চযোগে অন্যত্র পাচার করার সময় কোস্টগার্ডের হাতে মাদক গাঁজার চালানটি ধরা পড়ে। এই প্রক্রিয়ায় চাঁদপুর থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক পাচার হয়ে আসছে বলে জানা যায়।