বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ২০:৪৪

মতলব নারায়ণপুর বাজারে বিএসটিআইর মোবাইল কোর্ট অভিযান

২টি মামলায় সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
মতলব নারায়ণপুর বাজারে বিএসটিআইর মোবাইল কোর্ট অভিযান

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কুমিল্লা অফিস কর্তৃক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ২৯ এপ্রিল উপজেলা প্রশাসন, মতলব দক্ষিণ, চাঁদপুর ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুটি মামলায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে বিএসটিআই’এর মান সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স শ্রীকৃষ্ণ কনফেকশনারী ও সুইটমিট, কেবিএসটিআই আইন-২০১৮-এ ১০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই অভিযানে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স তৃষ্ণা কনফেকশনারী এন্ড সুইট, নারায়ণপুর বাজার, মতলব দক্ষিণ, চাঁদপুরকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮-এ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মতলব দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রলজি)। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়