মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ১৪:১৫

চাঁদপুর সদর হানচরচর ইউপি চেয়ারম্যান ছাত্তার রাঢ়ীকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর হানচরচর ইউপি চেয়ারম্যান ছাত্তার রাঢ়ীকে কুপিয়ে জখম

চাঁদপুর সদরের হানারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল ছাত্তার রাঢ়ীকে কুপিয়ে পৌনে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে চাঁদপুর সদর মডেল থানায়।

১০ এপ্রিল বুধবার বিকালে মধ্য গোবিন্দিয়ার রাস্তার সামনে এই ঘটনা ঘটে।

এ নিয়ে থানায় লিখিত অভিযোগে স্থানীয় বিল্লাল ছৈয়াল (২৭), আলী আকবর ছৈয়াল (৪০), ইউসুফ ছৈয়াল (৩৫), রহমান ছৈয়াল (৫৮) ও জাহাঙ্গীর শেখ (৩৮) এর নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর জখম হয়ে সদর হাসপাতালে ভর্তি থাকায় এই আওয়ামী লীগ নেতা মোঃ আবদুল ছাত্তার রাঢ়ীকে দ্রুত দেখতে গিয়ে তাঁর শারিরীক খোঁজ খবর নেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

চিকিৎসাধীন মোঃ আবদুল ছাত্তার রাঢ়ী বলেন, মাদক বেচাবিক্রির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে এলাকায় আধিপত্য দেখাতেই আমার ওপর এরা এই নেক্কারজনক অতর্কিত হামলা চালিয়েছে। এরা হত্যার উদ্দেশ্যে আমার মাথার খুলির পিছনে অস্ত্র দিয়ে আঘাতে করলে রক্তাক্ত জখম হয়। যেখানে ৬টি সেলাই দিয়েছে চিকিৎসকরা। ওরা আমার চোখে ও নাকে মুখে ঘুষি মেরে নীলাফুলা জখম করে আমার পরনে থাকা পাঞ্জাবীর ডান পকেটে থাকা হরিণা ফেরীঘাটের টোল আদায়ের ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। ন্যায় বিচারের প্রত্যাশায় থানায় লিখিতভাবে জানিয়েছি।

অভিযোগ প্রসঙ্গে ইউসুফ ছৈয়াল বলেন, আমরা শুধু তাদের আক্রমণ প্রতিহত করেছি। বরং ছাত্তার রাঢ়ীর ছেলে মামুন ও সাদ্দাম মাদক সেবন করে এবং ব্যবসাও জড়িত। এগুলো নিয়ে প্রতিবাদ করায় তারা আমাদের বাড়ীর নারী পুরুষের ওপর দলবল নিয়ে হামলা চালিয়েছে। আর তাদের টাকা ছিনতাইয়ের কোন প্রশ্নই উঠে না জানিয়ে তিনি সবার পক্ষে প্রতিপক্ষের সকল অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই সেলিম উল্লাহ বলেন, আমি হাসপাতালে গিয়ে চেয়ারম্যানকে দেখে এসেছি। তার দেয়া অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়