প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১২:২৬
বাগাদীর মতিন মাওলানার ব্রিজ এলাকায় মাদক ব্যবসা জমজমাট
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের মতিন মাওলানার ব্রিজ এলাকায় মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। জানাযায়, ঈদকে সামনে রেখে প্রতিদিন বিক্রি হচ্ছে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক। এর পাশে রয়েছে ফরিদগঞ্জ উপজেলার বাইক্কার বাগান। এ বাগানে ও চলে লাখ লাখ টাকার ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল বিক্রি। দু থানার সীমান্তবর্তী স্থান হওয়ায় মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করতে সহজ হচ্ছে। এবং আইনের হাত থেকে ও পার পেয়ে যাচ্ছে।
একটি সূত্র জানায়, মতিন মাওলানার ব্রিজ এলাকায় ইয়ামিন কাজী, শুভ কাজী ও মানিক শেখ মাদক বিক্রি করে থাকে। মাদক বিক্রি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরা চতুর হওয়ায় সকলের চোখকে পাকি দিয়ে মাদক ব্যবসা করে যাচ্ছে। এলাকার নিরীহ মানুষ ভয়ে মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। এদের মতো বহু মাদক ব্যবসায়ী পশ্চিম সকদী এলাকায় মাদক ব্যবসা করলে ও চুনোপুঁটি গুলো আটক হলেও রাঘববোয়ালরা আটক হচ্ছে না। এব্যাপারে এলাকার সচেতন মহল বলেন, এলাকায় বহু মাদক ব্যবসায়ী রয়েছে। প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। না হয় একদিন মাদকের স্বর্গে পরিণত হয়ে যাবে আমাদের এলাকা।