শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ২০:৪০

লঞ্চে বাড়ি আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

স্টাফ রিপোর্টার
লঞ্চে বাড়ি আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

ঈদকে সামনে রেখে অজ্ঞান পার্টির সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। ঢাকা থেকে চাঁদপুর লঞ্চযোগে আসার পথে মলম পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে সবকিছু খোয়ালেন আবু বকর (২৫) নামে এক যুবক। বৃহস্পতিবার সকালে চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই আজাদ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ভুক্তভোগী আবু বকর শরীয়তপুর জেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের জয়নাল মোল্লার ছেলে।

খবর পেয়ে তার মা ও পরিবারের স্বজনরা দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অচেতন অজ্ঞাত যুবককে শনাক্ত করে এবং হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায়।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত মলম পার্টির খপ্পরে পড়া যুবকের খোঁজখবর নেন ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালান।

বড় স্টেশন মোলহেড এলাকার স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় পথচারীরা সর্বপ্রথম বড়স্টেশন মোলহেড ইলিশের ভাস্কর্যের সামনে মাটিতে অচেতন অবস্থায় আবু বকরকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

আবু বকরের ভাই হযরত আলী জানান, ঢাকা থেকে রাতের বেলা বোগদাদিয়া লঞ্চযোগে চাঁদপুরে আসার পথে মলম পার্টির খপ্পর পড়ে অচেতন হয় সে। তার সাথে থাকা মোবাইল, মানিব্যাগ ও জামা কাপড়ের ব্যাগ নিয়ে যায় মলম পার্টির সদস্যরা। এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান পরিবারের স্বজনরা।

পুলিশ জানায়, ঈদ উপলক্ষে মলম পার্টির সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। লঞ্চঘাট ও বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। অচেতন হওয়া যুবককে পুলিশ তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়