প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ২০:৩৫
ফরিদগঞ্জে খালের পানিতে অপরিনত মানব ভ্রুণ

খালের পানিতে ভেসে থাকা অপরিনত এক মানব ভ্রুণ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। শনিবার ৩০ মার্চ সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালি প্রাথমিব বিদ্যালয় সংলগ্ন খালের পানিতে আনুমানিক ৫-৬ মাস বয়সি মানব ভ্রুণ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ ভ্রুণটিকে উদ্ধার করে ।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) প্রদীপ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে আমরা মানব ভ্রুণটি উদ্ধার করি। পরে সুরতহাল শেষে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করি।
উল্লেখ্য, ভ্রুণ উদ্ধারের ঘটনাস্থলের আশেপাশে সরকারি হাসপাতালসহ বেশ কয়েকটি ক্লিনিক রয়েছে।