প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ২০:৩৩
মতলব উত্তরে গাঁজাস মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাঁদপুরের মতকব উত্তর উপজেলার ছেংগারচর বাজার বারআনী রোডে মাদক ক্রয়-বিক্রয়কালে মোঃ আব্দুল মান্নান প্রকাশ মান্নান (৬১)পুলিশ গ্রেফতার করেছে। ২৯ মার্চ বেলা ১টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থেকে ৪০০(চারশত) গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান ০৮,০০০/-(আট হাজার) টাকা উদ্ধার পূর্ব জব্দ করা হয়।
আটক মোঃ আব্দুল মান্নান মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নতুন চর (আলগারচর, গরীব হোসেন এর বাড়ী) গ্রামের মৃত গরীব হোসেন বেপারী ছেলে। সে বর্তমানে মতলব উত্তর উপজেলার বারোআনী গ্রামে থাকে।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, মতলব উত্তর থানা এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ মোঃ রমিজ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে মতলব উত্তর থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।
জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে গাঁজা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা গাঁজা বিক্রয় করে আসতে ছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানার মামলা নং-৩১/৮০, তারিখ- ২৯ মার্চ, ২০২৪, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়।
মতলব উত্তর অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান,চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ মতলব উত্তর থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।