প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫
মতলব উত্তরে জাটকা নিধন বন্ধে নৌ-পুলিশ অভিযানে ৯ জন আটক

চাঁদপুরের মতলব উত্তরে জাটকা নিধন বন্ধে অভিযানে ২৫শ' কেজি জাটকা, ৬টি অটোবাইক ও ১ টি নৌকা জব্দ করা হয়েছে। জেলেসহ ৯ জনকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। বুধবার ১৪ ফেব্রুয়ারী মোহনপুর নৌপুলিশের অভিযানে মতলব উত্তর উপজেলার বাবুবাজার আড়তের সামনে মেঘনা নদী সংলগ্ন রাস্তার উপর হতে ৬টি অটোবাইক, ২৫০০কেজি জাটকা ও ৭ জনকে আটক করেছে।
|আরো খবর
অপর একটি অভিযানে উপজেলার দশানী লঞ্চ ঘাটের সামনে মেঘনা নদী হতে একটি নৌকাসহ ২ জেলে আটক করা হয়। আটককৃত সকলের বিরুদ্ধে ৪টি নিয়মিত মামলা নেওয়া হয়েছে। জাটকা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, জাটকা নিধন বন্ধ করতে আমরা অভিযান পরিচালনা করছি। অভিযান পরিচালনা অব্যাহত থাকবে ।