প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন
অ্যাডঃ সাইয়েদুল ইসলাম ও অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর জয়লাভ
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু ও অ্যাডঃ বদরুল আলম চৌধুরী প্যানেল জয় লাভ করেছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে প্রাপ্ত তথ্যানুযায়ী সভাপতি পদে অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডঃ সেলিম আকবর থেকে ৪২ ভোটে বেশি পেয়ে জয়লাভ করে সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ বদরুল আলম চৌধুরী প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডঃ আব্দুল্লাহীল বাকী থেকে ৩০ ভোটে বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
|আরো খবর
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট প্রদান করেন ৩৬৯ জন। নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ৩০ জন প্রার্থী ১৫টি পদের জন্যে লড়েন।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের ২য় তলায় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ৩৭৩ জন ভোটারের মধ্যে ৪ জন ভোটার ভোট দেননি। নির্বাচন উপলক্ষে আদালত চত্বর এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিলো। দু প্যানেলের প্রার্থীদের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিলো।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রিপন।
নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডঃ সেলিম আকবর-অ্যাডঃ আব্দুল্লাহীল বাকী ও অ্যাডঃ শরীফ মাহমুদ সায়েম প্যানেলের প্রার্থীরা ছিলেন : সভাপতি পদে অ্যাডঃ সেলিম আকবর, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ এএনএম মাইনুল ইসলাম, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ ফরিদ আহমেদ মিয়া রিপন, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ আবদুল্লাহীল বাকী, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মোঃ শরীফ মাহমুদ সায়েম, সম্পাদক ফরমস্ পদে অ্যাডঃ সাজ্জাদুল বোরহান হৃদয়, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ জাবির হোসেন, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ শাহাদাত সরকার শাওন, জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোঃ মামুন হোসেন মিয়াজী, রানিং অডিটর পদে অ্যাডঃ শফিকুল ইসলাম রনি, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মুহাম্মদ আবুল বাশার (সুমন), সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে মহিউদ্দিন (ফাহাদ), সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ কামরুল হাসান প্রধান, অ্যাডঃ মোঃ আলাউদ্দিন ও অ্যাডঃ আবদুল্লাহ আল নাকিব।
আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু-অ্যাডঃ মোঃ বদরুল আলম চৌধুরী ও অ্যাডঃ ইমাম হোসেন টিটু প্যানেলের প্রার্থীরা ছিলেন : সভাপতি পদে অ্যাডঃ মোঃ সাইয়েদুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ গাজী মোঃ দুলাল মিয়া, জুনিয়র সহ-সভাপতি পদে মোঃ শাহজাহান আখন্দ, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ বদরুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মোঃ ইমাম হোসেন টিটু, সম্পাদক ফরমস্ পদে অ্যাডঃ রেজাউল করিম, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ রিজিয়া পারভীন শান্তা মানছুরী, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ বিশ্বজিত কর রানা, জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোঃ মাসুদ রানা, রানিং অডিটর পদে অ্যাডঃ আজমির খান, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ আবু কাউছার, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ শাহ-ই-জালাল সাব্বির, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মুহাম্মদ শেখসাদী, অ্যাডঃ মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী ও অ্যাডঃ আবির হোসেন রনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী উভয় প্যানেলের প্রার্থীদের প্রাপ্ত ভোট : সভাপতি পদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু ২০৪ (বিজয়ী), বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের সেলিম আকবর পেয়েছেন ১৬২ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডঃ গাজী মোঃ দুলাল মিয়া পেয়েছেন ১৬৭ ভোট, অপর দিকে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডঃ মাইনুল ইসলাম পেয়েছেন ১৯৪ ভোট (বিজয়ী), জুনিয়র সভাপতি পদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোঃ শাহজাহান আখন্দ পেয়েছেন ১৮৫ ভোট (বিজয়ী), বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের ফরিদ আহমেদ রিপন পেয়েছেন ১৭৫ ভোট, সাধারণ সম্পাদক পদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডঃ মোঃ বদরুল আলম পেয়েছেন ১৯৭ ভোট (বিজয়ী), বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডঃ আব্দুল্লাহ হিল বাকি পেয়েছেন ১৬৭ ভোট, জয়েন্ট সেক্রেটারী পদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডঃ মোঃ ইমাম হোসেন টিটু পেয়েছেন ১৬৭ ভোট, বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের শরীফ সায়েম পেয়েছেন ১৯৪ ভোট (বিজয়ী), সম্পাদক ফরমস্ পদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের রেজাউল করিম পেয়েছেন ১৭৫ ভোট, বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের সাজ্জাদুল বোরহান হৃদয় পেয়েছেন ১৮৯ ভোট (বিজয়ী), সম্পাদক লাইব্রেরি পদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডঃ রেজিয়া পারভীন শান্তা পেয়েছেন ১৫৩ ভোট, বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের মোঃ জাবির হোসেন পেয়েছেন ২১০ ভোট (বিজয়ী), সম্পাদক সমাজকল্যাণ সেমিনার পদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিশ্বজিত কর রানা পেয়েছেন ১৮৭ ভোট (বিজয়ী), বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের মোঃ শাহাদাত সরকার শাওন পেয়েছেন ১৭৮ ভোট, জেনারেল অডিটর পদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডঃ মোঃ মাসুদ রানা পেয়েছেন ১৭৭ ভোট, বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডঃ মোঃ মামুন মিয়াজী পেয়েছেন ১৮৫ ভোট (বিজয়ী), রানিং অডিটর পদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আজমীর খান পেয়েছেন ১৭১ ভোট ও বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডঃ সফিকুল ইসলাম রনি পেয়েছেন ১৯০ ভোট (বিজয়ী),
চেয়্যারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডঃ মোঃ আবু কাউসার পেয়েছেন ১৮৭ ভোট (বিজয়ী) ও বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডঃ মোঃ আবুল বাশার সুমন পেয়েছেন ১৭৪ ভোট, সম্পাদক রেজিস্ট্রারিং অথিরিটি পদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোঃ শাহ-ই জালাল সাব্বির পেয়েছেন ১৯৪ ভোট (বিজয়ী) ও বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের মোঃ মহিউদ্দিন ফাহাদ পেয়েছেন ১৫৯, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি জয়লাভ করছেন আবদুল্লাহ আল নাকিব ১৮৪ (বিএনপি), মোঃ শেখ সাদী (আওয়ামী লীগ) ১৮১, মোঃ আবির হাসান রনি (আওয়ামী লীগ) ১৭৭।