বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ২০:২৬

হাজীগঞ্জে ডাকাত আটক ট্রাকসহ সরঞ্জাম জব্দ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ডাকাত আটক ট্রাকসহ সরঞ্জাম জব্দ

হাজীগঞ্জ থানা পুলিশের গোপন এক অভিযানে মফিজ গাজী ওরফে নজরুল (৪০) নামের এক ডাকাত আটক হয়েছে। এ সময় মিনি পিকআপ ট্রাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় অস্ত্র জব্দ করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। ১৭ জানুয়ারি বুধবার দিবাগত গভীর রাত হাজীগঞ্জ পৌর এলাকার বদরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশ জানায়, পিকআট ট্রাকে করে এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের খবর পেয়ে বদরপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ঘনকুয়াশার মধ্যে পালিয়ে চেওয়ার চেষ্টা করে। তাৎক্ষনিক পুলিশ ডাকাত দলকে ধাওয়া করে কবিরাজ বাড়ির সামনে থেকে মফিজকে আটক করে। অন্যরা পিকআপ ট্রাক রেখে পালিয়ে যায়। জব্দকৃত পিকআপ ট্রাক থেকে লোহার গ্রীল ও তালা কাটার কার্টার, চারটি লোহার রড, দুইটি চাপাতি, ২টি ছুরি জব্দ করা হয়। আটক মোঃ মফিজ গাজী ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের মোঃ আবুল বাশার গাজীর ছেলে। সে এলাকায় নজরুল ইসলাম নামে পরিচিত। অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাজিম উদ্দিন ও আবু নছর নিপুসহ সঙ্গীয় ফোর্স।

এ ঘটনায় পুলিশ পরের দিন বৃহস্পতিবার মফিজসহ নামীয় ৬ জন ও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে এবং মফিজকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে পুলিশ।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটক মফিজ গাজীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে, অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়