প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৩
হাজীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা
হাজীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান এই অভিযান পরিচালনা করে। ১৩ ডিসেম্বর বুধবার এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ নুর হোসেন রুবেল।
|আরো খবর
খোঁজ নিয়ে জানা যায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক, চাঁদপুরের নির্দেশনা মোতাবেক, হাজীগঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় বুধবার হাজীগঞ্জ বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।
এ সময় তিনি ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নিয়ে কারচুপি, যথাযথভাবে ভাউচার সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা না থাকায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন এবং ভবিষ্যতে এরূপ কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ নুর হোসেন রুবেল জানান, অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা জন্যে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।