শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ২০:১৮

শাহরাস্তিতে ছেলের মার খেয়ে পিতা হাসপাতালে

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে ছেলের মার খেয়ে পিতা হাসপাতালে

শাহরাস্তিতে ছেলের মার খেয়ে পিতা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা গ্রামের জমারদার বাড়ির মোঃ দেলোয়ার হোসেন তার অবাধ্য সন্তান মিজানুর রহমানের হাতে মার খেয়ে ৩ নভেম্বর বিকেলে হাসপাতালে ভর্তি হন। ঘটনার বিবরণে জানা যায়, দেলোয়ার হোসেনের প্রবাস ফেরত ছেলে মিজানুর রহমানের কাছে টাকা চাইতে গেলে তার ছেলে ক্ষিপ্ত হয়ে বাবার গায়ে আঘাত করে।

তার ডাক চিৎকারে তার ছোট ছেলে আলম হোসেনের স্ত্রী হাসিনা আক্তার নিশু এগিয়ে আসলে তাকেও বেদম মারধর করে। বাড়ির লোকজন ছুটে এসে দেলোয়ার হোসেনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় শাহরাস্তি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।

পাশ্ববর্তী লোকজন জানায়, ছেলে মিজানুর রহমান তার বাবা দেলোয়ার হোসেনকে পূর্বেও কয়েকবার মারধর করেছেন। পূর্বের ন্যায় এবারও তার বাবাকে রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে যখন করেন এবং তার হাতের হাড় ভেঙে ফেলে। এতে রক্তক্ষরণ হয়। বর্তমানে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার বাবা মোঃ দেলোয়ার হোসেন তাকে মারধরের ঘটনায় ন্যায্য বিচারের দাবি করেন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।

মারধরের সময় তাকে উদ্ধার করতে গেলে আলম হোসেন, শাহনাজ আক্তার, ইমন হোসেন উক্ত মারধরের শিকার হন। মিজানুর রহমানের স্ত্রী নুরজাহান বেগম জানান, মারধরের ঘটনার পর তার স্বামী বাড়ি থেকে চলে গিয়েছেন। তিনিও এ ঘটনাটি দুঃখজনক বলে দাবি করেন। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়