রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, ধাক্কা খেয়ে মৃত্যুর অভিযোগ

ফরিদগঞ্জে গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, ধাক্কা খেয়ে মৃত্যুর অভিযোগ
ফরিদগঞ্জ ব্যুরো ॥

গাছের ডাল কাটার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে সুভাষ বাউল (৫৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং এই ঘটনায় পুরবী দাস (২৫) ও নকুল চন্দ্র দাস (৬০) নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত দুলাল বাউল পলাতক রয়েছেন। মৃত সুভাষ বাউল মৃত রূপচান বাউলের ছেলে।

জানা গেছে, লাউতলী গ্রামের বাউল সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ঘরের পাশেই চাচা দুলাল চন্দ্র বাউলের আম গাছ। গাছের পাতা ঘরের চালে পড়ে চাল নষ্ট হচ্ছে ভাতিজা সুভাষ বাউলের। গাছের ডাল কাটতে স্থানীয় মেম্বারেরও শরণাপন্ন হয় সুভাষ। তারপরও ডাল কাটেনি চাচা। এরপর নিজেই বাড়ির পাশের মোস্তফা নামের এক ব্যক্তিকে দিয়ে বৃহস্পতিবার ১২ অক্টোবর দুপুরে গাছের ডাল কাটান। এই ডাল কাটাকে কেন্দ্র করে দুলাল বাউলের সাথে সুভাষ বাউলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাল সুভাষকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।

সুভাষ বাউলের পুত্রবধূ শিউলি দাস জানান, তার শ্বশুর সুভাষ বাউল গাছের ডাল কাটাতে গেলে দুলাল বাউল বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুলালের ধাক্কায় তার শ্বশুর মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাসুদ গাজী জানান, সুভাষের ঘরের চালের উপরে দুলালের আম গাছের পাতা পচে চাল নষ্ট হচ্ছে বলে আমাকে বেশ কয়েকবার জানিয়েছে। আমি দুলাল চন্দ্রকে বলেছি ডাল কেটে দিতে। দুলাল ডাল না কাটায় সুভাষ নিজে দুটি ডাল কাটে। এরপর দুলাল এসে সুভাষকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে মারা যায় বলে শুনেছি। আমি ঘটনা শুনেই ঘটনাস্থলে এসে থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

এদিকে দুলাল বাউলের পরিবারের সদস্যরা জনান, গাছের ডাল কাটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে উভয়ের পরিবারের সদস্যরা দুলাল ও সুভাষকে ঘরে নিয়ে যায়। সুভাষ ঘরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। পুলিশ সঠিক তদন্ত করলেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

এ ঘটনায় সংবাদ পেয়ে থানার তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসেন। এ সময় জিজ্ঞাসাবাদ করার জন্যে দুলাল বাউলের স্ত্রী পুরবী রানী ও দুলালের শ্বশুর নকুল চন্দ্র দাসকে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়