সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১৭:৩২

চাঁদপুরে গৃহবধুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
চাঁদপুরে গৃহবধুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

অসুস্থ স্বামীর জন্য ওষুধ আনতে যাওয়ার সময় মুখে চাপা দিয়ে বাগানের নির্জনে নিয়ে ৪৫ বছরের গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করায় অভিযুক্ত আবুল বাসার মিজি (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৪ জুলাই সকালে মামলা দায়েরের পর ধর্ষক বাশারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ২৩ জুলাই রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহজাহান তাকে বাগাদী ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম।

অভিযুক্ত আবুল বাশার মিজি সদর উপজেলার বাগাদী ইউনিয়ন ঘাসিপুর গ্রামের আঃ হাকিম মিজির ছেলে। সে পেশায় একজন ইজিবাইক চালক। গৃহবধু নিজেই বাদী হয়ে ধর্ষণের অপরাধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৫৩, ২৪/৭/২০২৩। মামলাটির তদন্তকারী কর্মকর্তা হলেন এসআই রহিমা বেগম।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, মামলা দায়েরের পর ধর্ষক বাশারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়