রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১৮:৩২

ডাকাতিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ড্রেজারসহ আটক ৪

স্টাফ রিপোর্টার
ডাকাতিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ড্রেজারসহ আটক ৪

চাঁদপুর শহরের ইসরামপুর গাছতলা ব্রিজ সংলগ্ন মেরিন একাডেমীর পিছনে ডাকাতিয়া নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় চারজনকে আটক করেছে নৌ পুলিশ।

নৌ পুলিশ সুপার কামরুজ্জামানের নির্দেশে বৃহস্পতিবার সকালে নৌ থানা পুলিশ এ

অভিযান পরিচালনা করে ড্রেজারসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

অভিযোগ উঠেছে,বাগাদি গাছতলা এলাকার বালু ব্যবসায়ী আবুল কালাম কালু পাঠান সুকৌশলে রাতের আঁধারে ডাকাতিয়া নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে আবুল কালাম কালু পাঠান ও ড্রেজার শ্রমিক নুরুজ্জামান হোসেন, শাকিল খান, মিজান বেপারী সহ চারজনকে আটক করে।

নৌ পুলিশের হাতে আটক বালু ব্যবসায়ী আবুল কালাম কালু পাঠান বাগাদি গাছতলা এলাকার মৃত বাকিউল্লাহ পাঠানের ছেলে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, আবুল কালাম কালু পাঠান এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে সরকারি জায়গা দখল করে বালুর ব্যবসা করছে। চাঁদপুর ব্রিজ সংলগ্ন মেরিন একাডেমীর পিছনে গাছতলা গুনরাজদি খাল দখলের পর বাঁশ দিয়ে পাইলিং করে রাতের আঁধারে ডাকাতিয়া নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে সেই জায়গা ভরাট করেছে।

নৌ ওসি কামরুজ্জামান জানান, বেশ কিছুদিন যাবত রাতের আঁধারে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে কিছু চক্র। অবশেষে হাতেনাতে বালু উত্তোলনের সময় ড্রেজার সহ তাদের চারজনকে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়