শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১৯:২৮

হাইমচরে আইনগত সহায়তা কার্যক্রম বিস্তারে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
হাইমচরে আইনগত সহায়তা কার্যক্রম বিস্তারে মতবিনিময় সভা

"বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন" স্লোগানে হাইমচর উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আইনগত সহায়তা কার্যক্রম বিস্তারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৫ জুলাই) বিকেলে হাইমচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি মোঃ মহসিনুল হক। এসময় তিনি বলেন,

লিগ্যাল এইড দরিদ্র মানুষকে আইনগত সহায়তা প্রদান করা।কোর্টের দরজা সবার জন্য সমানভাবে খোলা। কিন্তু আমাদের বাংলাদেশে দরিদ্র মানুষরা সমানভাবে প্রবেশ করতে পারে না। তাই দারিদ্র মানুষগণ বিনা পয়সায় ন্যায় বিচার পেতে লিগ্যাল এইড সহযোগিতা করবে।

তিনি আরো বলেন, মানুষ যদি কর্মসংস্থান যোগাতে পারে এবং আয় বৃদ্ধি পায় তাহলে মানুষ মামলা মোকদ্দমা থেকে সরে যাবে। লিগ্যাল এইডে দরিদ্র ও অসহায় মানুষের আইনগত সহায়তার পাশাপাশি ধনী ব্যাক্তিও লিগাল এইড অফিস থেকে আইনগত পরামর্শ নিতে পারবেন।

হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী সভাপতিত্বে ও জেলা লিগাল এইড কমিটির সদস্য সচিব ও সিনিয়র সহকারী জজ মোঃ সাকিব হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শাহেদুল করিম, যুগ্ন জেলা ও দায়রা জজ অরুণ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোসা, চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ জেড এম রফিকুল হাসান রিপন, জেলা দায়রা জজ আদালতের পিপি রণজিৎ রায় চৌধুরী, জেলা লিগাল এইড কমিটির সদস্য সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রজত শুভ্র সরকার, উপজেলা ভুমি কর্মকর্তা আবদুল্লাহ, আল ফয়সাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ডাঃ মুহাঃ বেলায়েত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, জেলা পরিষদ সদস্য খোরশেদ আলম সিকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, উত্তর আলগী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ার, নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের, চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, বাজাপ্তী রমনি মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বাবুল মাষ্টারসহ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক,গণমাধ্যম কর্মি, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়