শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১৭:১৯

ফরিদগঞ্জে শ্বশুড় বাড়িতে জামাইয়ের অস্বাভাবিক মৃত্যু

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে শ্বশুড় বাড়িতে জামাইয়ের অস্বাভাবিক মৃত্যু

ফরিদগঞ্জে স্ত্রীকে বাড়ি আনতে গিয়ে শ্বশুড় বাড়িতে লাশ হলো জামাই মো. জসিম উদ্দিন (৩৫)। সোমবার ১২ মে রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী এলাকার বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে মঙ্গলবার ১৩ জুন সকালে পুলিশ রাশ উদ্ধার করেছে। জসিম উদ্দিন একই উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর এলাকার জমদ্দার বাড়ীর আবুল কালামের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। প্রাথমিক ভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ।

জানা যায়, জসিম উদ্দিনের স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি সময়ে মনোবাদ সৃষ্টি হয়েছে। এতে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। ঘটনারদিন বিকেলে স্ত্রীকে আনতে জসিম উদ্দিনের বাড়ী একই উপজেলার সকদিরামপুর গ্রাম থেকে তার শ্বশুড় বাড়িতে যায়। পরবর্তিতে রাতে বাড়ির একটি বাগানে গাছের সাথে ঝুলন্তবস্থায় শ্বশুড় বাড়ির লোকজন মরদেহ দেখতে পেয়ে ডাকচিৎকার করে। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তবে জসিমের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে জসিম উদ্দিনের শ্বশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, জসিম উদ্দিনের শ্বশুড় বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়