প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০১:০৭
রামচন্দ্রপুরে হামলা লুটপাট
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ৩ জুন শনিবার সন্ধ্যায়। জানা যায়, নানুপুর স্কুল মাঠে বাগাদী ইউনিয়ন যুবদলের সম্মেলন চলাকালিন বড় ভাই ও ছোট ভাই বলাকে কেন্দ্র করে রামচন্দ্রপুর গ্রামের আকাশ ও চাঁদপুর গ্রামের নিরবের দন্দ হয়। এ নিয়ে মাগরিবের নামাজের পর দুজনকে জনতা উচ্চ বিদ্যালয়ের নিকট মিলিয়ে দেয়া হয়। সেখান থেকে আকাশের অটোবাইকে করে নিরব ও তার বন্ধুরা আকাশের বাড়ির নিকট দোকানের নিকট এসে নেমে পড়ে। এর কিছুক্ষণ পর নিরব তার বন্ধুদেরকে ফোন করে আকাশের বাড়ির সামনে নিয়ে আসে। সবাই একত্রিত হলে নিরব, ইয়াসমিন হাওলাদার ও রাব্বি পাটোয়ারী, সায়েম, আশিক ও শামীম পাঠানসহ প্রায় ৩০-৪০ যুবক মিলে দেশীয় অস্ত্র নিয়ে আকাশদের বসতঘর ভেবে তার চাচা দেলোয়ার হোসেন দেলু মিজির বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। দেলুর ঘরে থাকা নগদ ১ লাখ টাকা, তার স্ত্রীর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, ৬ আনা ওজনের এক জোড়া কানের দুল ছিনিয়ে নেয়। এসময় আকাশ ও তার বোন লিপিকে বেধড়ক মারধর করে চলে যায়। পরে ৯৯৯ ফোন করলে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।
|আরো খবর
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেন দেলু মিজি, বলেন আমার ভাতিজার সাথে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে আমার বসত ঘরে হালা চালিয়ে নগদ ১ লাখ টাকা, স্বর্ণের চেইন ও কানের দুল ও ভাংচুর করাসহ আমার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।আমি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।