প্রকাশ : ১১ মে ২০২৩, ২০:৫১
ঢাকায় আইনজীবী ঐক্য পরিষদের ত্রি-বার্ষিকী সম্মেলন ১৯ মে

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার"- এ শ্লোগান সামনে রেখে আসছে ১৯ মে (শুক্রবার) সকাল ১০টায় ঢাকা সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়াম শহীদ সফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ এর ত্রি-বার্ষকী সম্মেলন ২০২৩ ও জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
|আরো খবর
এতে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিভাস চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে এবং বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট সুনীল রঞ্জন বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সিনিয়র এডভোকেট আনিসুল হক এমপি, উদ্বোধক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর অন্যতম সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, সম্মাণিত অতিথি বাংলাদেশের অ্যাটর্নী জেনারেল সিনিয়র এডভোকেট এ. এম আমিন উদ্দিন ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক এডভোকেট মোঃ আব্দুন নূর দুলাল।
ওই সম্মেলনে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা বার শাখার সকল নেতা-কর্মীকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা বার শাখার সভাপতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর স্পেশাল পিপি এডভোকেট প্রদীপ দত্ত ও সাধারণ সম্পাদক এডভোকেট সুবীর নন্দী বাবু।